• সোমবার, ২০ মে ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

ভৈরবে ওসির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

ভৈরবে ওসির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

# মোস্তাফিজ আমিন :-

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ভৈরবের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন। তিনি আজ দুপুর দেড়টার থেকে শহরের ভৈরব বাজারস্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দির (গোপালবাড়ি মন্দির), কালীবাড়ি মন্দির, ঋষিপট্টি পূজামন্ডপসহ পলতাকান্দা এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মন্দির ও মন্ডপ পরিচালনা কমিটির নেতাদের সাথে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি আইন শৃংখলা রক্ষাবাহিনীর নিরাপত্তা বলয় সম্পর্কে মন্দির ও মন্ডপ কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় তিনি মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দরত্ব বজায় রেখে এই ধর্মীয় অনুষ্ঠানটি পালন করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হবে। মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক সব উৎসব বাদ দিয়ে সীমিত আকারে শুধু ধর্মীয় আচার পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওইদিন শ্রী শ্রী শারদীয় দূর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ, বোধন ও আমন্ত্রণ এবং অধিবাসের মধ্যদিয়ে পূঁজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাক-ঢোল, শাখ, শঙ্খ,কাসা, মৃদঙ্গ বাজিয়ে ও আরতি করে পূজা অর্চনার মাধ্যমে ভক্তপ্রাণ হিন্দু নর-নারীরা দূর্গা মাকে বরণ করে নিবেন।
২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমীর দিন প্রতিমা বির্ষজনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে। এবার ভৈরবে মাত্র ১৮টি পূজামন্ডপে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *